চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ক্রস ফিলিং (এক সিলিন্ডার থেকে আরেকটাতে গ্যাস ভরা) এর গুদামে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। গত শুক্রবার চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা সাঙ্গু কনভেনশন হলের বিপরীতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। তবে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা যায়নি। এরপর উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানোর পর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ঘটনাস্থলে গিয়ে ১৬৭২টি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করেন। এসময় অবৈধভাবে গ্যাস আনা–নেওয়া কাজে ব্যবহৃত পিক–আপ ভ্যান জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করছেন মেসার্স নুসরাত এন্টারপ্রাইজের মালিক। ২০২২ সালেও লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করার কারণে এই প্রতিষ্ঠানের মালিককে উপজেলা ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে।
উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডারগুলো বাজারজাত করছিল নুসরাত এন্টারপ্রাইজ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি চন্দনাইশ থানার একদল পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।