চন্দনাইশের একটি গুদামে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে ক্রস ফিলিংয়ের (এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস ভরা) খবরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছৈয়দাবাদ বার্মাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। তবে উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে গেলেও ৬৭০টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে গ্যাস ক্রস ফিলিং করার সংবাদ গোপন সূত্রে পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। তিনি জানান, অভিযানে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পাওয়া গেছে। এ সময় ৬৭০টি সিলিন্ডার জব্দ করে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল করিম আইয়ুবের জিম্মায় দেওয়া হয়েছে। তবে অভিযানের সময় জড়িত কাউকে পাওয়া যায়নি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।