চন্দনাইশ থেকে অপহৃত শিশু ইমাম হোসেনকে তিন দিনের মাথায় উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে চন্দনাইশ থানার একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, মো. জোবায়ের (২৫) নামে এক রোহিঙ্গা যুবক কাজের সন্ধানে চন্দনাইশের বৈলতলী বশরতনগর এলাকায় আসেন। ১৫ দিন আগে স্থানীয় বানু মিয়ার বাড়িতে কাজ নেন তিনি। এ সুযোগে বাড়ির সবার সাথে সখ্যতা গড়ে ওঠে তার। এক পর্যায়ে গত ২০ ডিসেম্বর বানু মিয়ার শিশুপুত্র ইমাম হোসেনকে দোকান থেকে কিছু কিনে দেয়ার কথা বলে বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যান জোবায়ের।
পরে শিশু ইমামের পরিবারের কাছে ফোনে ৮ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা হয়। চন্দনাইশ থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশু ইমাম হোসেনকে পরিবারের কাছে হস্তান্তর এবং অপহরণকারী জোবায়েরকে আদালতে প্রেরণ করা হবে।