চন্দনাইশে বিয়ের প্রলোভন দিয়ে ১৬ বছরের ১ তরুণীকে অপহরণের ৪ দিনের মাথায় অপহরণকারীসহ ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার বাগিচাহাট মসজিদ মার্কেটের সামনে থেকে তাদের উদ্ধার করা হয়। ভিকটিম দিয়াকুল সানোয়ারা উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। জানা যায়, উপজেলার হাশিমপুর ভান্ডারীপাড়ার মো. ফিরোজের পুত্র রাজমিস্ত্রী নাঈমুল হাসান রিফাত (২১) বিয়ের প্রলোভন দিয়ে দোহাজারীর দিয়াকুল আশ্রয়ণ প্রকল্প এলাকার ওই তরুণীকে গত ২৯ মে রাত ৮টার দিকে নিয়ে যায়। এ সময় তরুণীর পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে পায়নি। পরবর্তীতে তারা জানতে পারেন রিফাত তাকে অপহরণ করে নিয়ে গেছে। এ বিষয়ে গত বুধবার দুপুরে ভিকটিমের পিতা বাদি হয়ে চন্দনাইশ থানায় একটি অপহরণ মামলা করেন। এরপর গত বুধবার রাতে দোহাজারী তদন্ত কেন্দ্রের এসআই মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ অপহরণকারী ও ভিকটিমকে আটক করা হয়। চন্দনাইশ থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান, অপহরণের বিষয়ে গত ২ জুন থানায় মামলা হওয়ার পর পুলিশ অপহরণকারী ও ভিকটিমকে আটক করে। তাদের গতকাল আদালতে প্রেরণ করা হয়।











