চন্দনাইশের রাধামাধব সেবাশ্রমে মহোৎসব শুরু আজ

| শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চন্দনাইশের শুচিয়ার শ্রীশ্রী রাধামাধব সেবাশ্রমে (হরিমন্দির) দু’দিন ব্যাপী বার্ষিক মহোৎসব শুরু আজ শুক্রবার। অদ্বৈত প্রভুর ৫৯১তম জন্মজয়ন্তী উপলক্ষে অষ্টপ্রহর এই মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার অনুষ্ঠান সূচিতে রয়েছে ঊষালগ্নে ঠাকুরের বাল্যভোগ, দুপুরে পূজা ও রাজভোগ, দুপুর ৩টায় গীতাপাঠ এবং সন্ধ্যায় মহা নামযজ্ঞের শুভ অধিবাস। শনিবার ব্রাহ্মমুহূর্তে মহানামযজ্ঞের শুভারম্ভ, সকালে বাল্যভোগ, দুপুরে রাজভোগ এবং দুপুর ১টায় ও রাত ১০টায় মহাপ্রসাদ বিতরণ। মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি নৃপেন্দু দত্ত ও সাধারণ সম্পাদক লিটন বিশ্বাস অনুষ্ঠানে সনাতনী ভক্তদের উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআ.কাদের জিলানী (র.) স্মরণে সেমিনার আজ
পরবর্তী নিবন্ধআমুচিয়ায় আন্তঃধর্মীয় সমপ্রীতি সম্মিলন