চন্দনাইশের দোহাজারী পৌরসভার ফুলতলা, সাঙ্গু ভ্যালী-ঈদপুকুরিয়া জামিজুরী, মুক্তিযোদ্ধা মতিয়র রহমান সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। গতকাল শুক্রবার বিকেলে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে এখানকার লোকজনের চলাচল সহজ হবে এবং এখানে উৎপাদিত কৃষি পণ্য সহজে বাজারজাত করতে পারবেন কৃষকরা। ইতোমধ্যে চন্দনাইশের প্রতিটি জনগুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজ করায় যোগাযোগ ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন। শুধু তাই নয়, শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বিদ্যুৎ খাতে অনেক দূর এগিয়ে গেছে।
বর্তমানে বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশকে অনুকরণ করে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ. লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আ. লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক এম. বাবর আলী ইনু, এম. কায়সার উদ্দিন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী, আবদুল শুক্কুর, মো. লোকমান হাকিম, ফয়সাল আল মনসুর, জামাল উদ্দিন, শাহ আলম, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম সুমন, ওসমান আলী ভুট্টো, ইকবাল করিম খোকা, মাহিদুল ইসলাম রাজিব, এসএম রবিন, আসিফুল ইসলাম খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।