চন্দনাইশের বিভিন্ন স্কুলে সালমা আদিল ফাউন্ডেশনের বৃত্তি

| রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবী সংস্থা সালমা আদিল ফাউন্ডেশন বিভিন্ন স্কুলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অসচ্ছল এবং মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণে শিক্ষা সহায়তা তহবিল বিতরণ করেছে ফাউন্ডেশন। শিক্ষা সহায়তা কর্মসূচি নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সালমা আদিল বলেন, ‘দেশের অর্থনৈতির অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য পেছনে থাকা জনগোষ্ঠীকে শিক্ষায় সহায়তা করার বিকল্প নেই। কাউকে পেছনে রেখে এগিয়ে যাওয়া সম্ভব না। শিক্ষার্থীদের আর্থিক সংকট কাটিয়ে উঠতে সহায়তা করাই শিক্ষা সহায়তা কর্মসূচির লক্ষ্য।’ এদিন জোয়ারা খানখানাবাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সহায়তা কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক চপল কান্তি সেন। সঞ্চালনায় ছিলেন ফতেনগর শরীফুন্নেছা নজির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সালমা আদিল ফাউন্ডেশনের শিক্ষা সহায়ক কর্মসূচির সমন্বয়ক নোটন দেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, জ্যেষ্ঠ শিক্ষক সাধন কুমার বড়ুয়া, শ্যামল ভট্টাচার্য্য ও সাহেল রানা। পরে উপজেলার জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয় ও ফতেনগর উচ্চ বিদ্যালয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয় সালমা আদিল ফাউন্ডেশন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি নিরপেক্ষ নির্বাচন চাই
পরবর্তী নিবন্ধসবার কথা বলার সুযোগ করে দেয়া সরকারের প্রধান লক্ষ্য