চন্দনাইশের বরমায় ফুটবল টুর্নামেন্ট শুরু

| মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চন্দনাইশের বরমায় ফুটবল টুর্নামেন্ট গত ১৬ জানুয়ারি শনিবার বিকেলে বরমা ত্রাহি-মেনকা উচ্চ বিদ্যালয় মাঠে বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ। উদ্বোধক ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বরমা ধামাইর শাখার উদ্যোক্তা মোহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন বরমা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ আমিনুল ইসলাম ইমু।
বিশেষ অতিথি ছিলেন ৬নং বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল মোস্তফা দুলাল, বরমা ত্রাহি-মেনকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চন্দনাইশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এ এইচ এম সৈয়দ হোসেন, বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি এডভোকেট এস এম ওসমান, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, বরমা ইউনিয়ন ক্রীড়া সংস্থার সেক্রেটারি সৈয়দ শিবলী ছাদেক কফিল, বরমা ত্রাহি-মেনকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম, মো. আবু জাফর মেম্বার, কাজী মাহমুদুর রহমান, ইউপি সদস্য হাজী নওশা মিয়া, জামাল উদ্দীন তালুকদার, মাস্টার নুরুল হোসেন, মাস্টার রূপম পাল বাবু, বান্দরবান পৌরসভা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম মিন্টু, এম এ রহিম, কৃষ্ণ চক্রবর্তী, শাখাওয়াত হোসেন টিপু, মোহাম্মদ সেলিম, মো. আনিসুর রহমান মেম্বার, আসহাব উদ্দীন হিরো, শাহাদাত বিন ইসলাম জিকু প্রমুখ। উদ্বোধনী ম্যাচে দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত ফুটবল দল টাইব্রেকারে ৪-২ গোলে ভাষা সৈনিক প্রিন্সিপাল আবুল কাসেম একাদশকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫১.৬৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে মুজিববর্ষ এএনএফএল ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত