চন্দনাইশের বরমায় চলমান সংঘের পুনর্মিলনী অনুষ্ঠান

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

একবার যেতে দেনা আমার ছোট্ট সোনারগাঁও’এই স্লোগানকে ধারণ করে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া গ্রামের চলমান সংঘের পুনর্মিলনী ২০২৩ দিনব্যাপী আজ শুক্রবার সাঙ্গু নদীর চর ও পশ্চিম কেশুয়া দেলওয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান সংঘের সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ গরীবুল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সিআইডি মেট্রো ও জেলা চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, চলমান সংঘের সাবেক সভাপতি শাহ আজিজুর রহমান বেলাল, মোরশেদুল আলম পেয়ারু, মো. আকবর হোসেন, আবু তৈয়ব খান, আবদুল মজিদ, হামিদুল ইসলাম, মাহফুজুল হক সুলতান রেজা, সাদ্দাম হোসেন, আসাদুল ইসলাম, আবু সুফিয়ান ফারুকী মানিক, সৈয়দ সোহেলন, আরমানুল ইসলাম, আবু জাফর চৌধুরী, ফজলুল করিম, অধ্যক্ষ সৈকত আজগর, শের আলী মাস্টার, জাবের হোসেন প্রমুখ।

পরে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন পঞ্চম শ্রেণীর ছাত্র আরহামুল ইসলাম। সন্ধ্যায় পাহাড়ি নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজয়-৭১ এর অনুষ্ঠানে অনুপম সেন
পরবর্তী নিবন্ধআখতার হোছাইন