চন্দনাইশের বরকল ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে নির্মাণাধীন আইসিটি সেন্টার ভাঙচুর ও পরিষদের সীমানা প্রাচীর হিসেবে দেয়া কাটা তারের বেড়া ও পিলার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ২ ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
বরকল ইউপি চেয়ারম্যান মো. আবদুল রহিম চৌধুরী জানান, এলাকার কাজী আবদুল মাজেদের পুত্র কাজী রফিক (৪৫) ও তার ভাই কাজী রাশেদের (৪২) নেতৃত্বে সন্ত্রাসীদল বিকেল ৩টার দিকে পরিষদে হামলা চালায়। এ সময় হামলাকারীরা নির্মাণাধীন আইসিটি সেন্টার ভাঙ্গচুর করে এবং সীমানা প্রাচীর হিসেবে দেয়া কাটা তারের বেড়া ও পিলার ভাঙ্গচুর করে। তাদের বাধা দিতে এগিয়ে আসলে ৫নং ওয়ার্ডের সদস্য মো. সেলিম উদ্দিনকে (৪৬) মারধর করে আহত করে। পরে খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ইউপি সদস্য মো. সেলিম উদ্দিন বাদি হয়ে একটি অভিযোগ দিয়েছেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি দা উদ্ধার করে।