চন্দনাইশের ধোপাছড়িতে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল আলীমের ইশতেহার ঘোষণা

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ১:০২ অপরাহ্ণ

চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবদুল আলীম ১৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

গত শনিবার বিকেলে ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাপাছড়িস্থ তার নির্বাচনী কার্যালয়ে আনুষ্টানিকভাবে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ‘গ্রাম হবে শহর’ এই শ্লোগানকে সামনে রেখে ইশতেহারে তিনি ধোপাছড়ির যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, মাদক নির্মূল, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক কাজকে অগ্রাধিকার দেন।

এই ১৬ দফা ইশতেহারে যা রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি তুলে ধরা হলো।

ইশতেহারে তিনি দ্রুততার সময়ে খানহাট-ধোপাছড়ি-বান্দরবান সড়কের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণকরণ, দোহাজারী-লালুটিয়া-চিড়িংঘাটা-ধোপাছড়ি বাজার সড়কের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণকরণ, চেমিরমুখ থেকে গোলারপাহাড় হয়ে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন পর্যন্ত রাস্তায় ব্রীজ কালভার্টসহ পাকাকরণ, ধোপাছড়ি বাজার হইতে শান্তিরবাজার মংলার মুখ ত্রিপুরাপাড়া, ধোপাছড়ি বাজার সংলগ্ন ধোপাছড়ি খালের উপর ব্রীজ নির্মাণ, ধোপাছড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ডাক্তার রাখার ব্যবস্থাকরণ, ধোপাছড়ি ইউনিয়নের সাইক্লোন শেল্টার ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন, উপযুক্ত স্থানে কারিগরি শিক্ষা প্রতিষ্টান নির্মাণ ও প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে পর্যাপ্ত শিক্ষকের ব্যবস্থা করণ, মাদক সেবনকারী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, প্রতি শুক্রবার ও শনিবার ইউনিয়ন পরিষদ ভবনে গ্রামীণ আদালত চালুকরণ এবং সৎ অভিজ্ঞ মুরব্বীদের নিয়ে ছোট ছোট বিরোধ নিষ্পত্তিকরণের ব্যবস্থা এবং ধোপাছড়ি ইউনিয়নকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার ব্যবস্থা গ্রহণ করা।

নির্বাচনী ইশতেহার পাঠ করার সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শাহজাদা মো. দেলোয়ার হোসেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক ডা. দুলাল নাথ, মাষ্টার জাহাঙ্গীর আলম, মুজিবুল হক খোকা মেম্বার, আবদুল জব্বার মেম্বার, জয়নাল আবেদীন মেম্বার, মোস্তাক আহমদ, মোস্তাফিজুর রহমান, মো. রাশেদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। একইদিন তিনি ৫নং ওয়ার্ডের ছাপাছড়ি ও গন্ডামারা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৭ জন
পরবর্তী নিবন্ধবান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভবনের নির্মাণ কাজের উদ্বোধন