চন্দনাইশের ধোপাছড়িতে অগ্নিকাণ্ডে ৩ দরিদ্র পরিবার নিঃস্ব

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চন্দনাইশের ধোপাছড়িতে অগ্নিকাণ্ডে ৩ দরিদ্র পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ড শঙ্খকুল এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

জানা যায়, গত বৃহস্পতিবার মার্চ দুপুর ১২টায় পুড়ে যাওয়া যে কোন একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মর্জিনা বেগম, মরিয়ম খাতুন ও ভাড়াটিয়া আম্বিয়া বেগমের বসতঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় ঘরগুলোতে পরিবারের কেউ ছিলনা। আগুনের খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ধোপাছড়ি এলাকাটি পাহাড়ি অঞ্চল হওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে চন্দনাইশ সদর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যেতে পারে না। ফলে চোখের সামনেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তাই ধোপাছড়ির বাসিন্দারা ধোপাছড়িতে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় রমজান মাসব্যাপী বিনামূল্যে কোরান শিক্ষা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সিংহরা নাথ পাড়ায় ধর্মসভা