চন্দনপুরা মহল্লা কমিটির উদ্যোগে স্থায়ী বাসিন্দাদের তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। গত ১৬ ডিসেম্বর এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ওসমান গণি মনসুর।
মহল্লা কমিটির সভাপতি লায়ন আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনপুরা মহল্লা কমিটির উপদেষ্টা শফিকুল আলম।
কমিটির সহ–দপ্তর সম্পাদক আনোয়ার হাসান জুয়েলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহল্লা কমিটির সাধারণ সম্পাদক শেখ গোলাম মোহাম্মদ রাজু। বক্তব্য রাখেন সহ–সভাপতি সালামত আলী, সাংগঠনিক সম্পাদক রহমাতুল্লাহ স্বপন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দিদারুল আলম, সম্মানিত সদস্য খাজা আলাউদ্দিন, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ মোরশেদ, গোলাম মোস্তফা দুলাল, জাহিদুল হক জাকু, আরিফুল ইসলাম সামশেদ, সায়েদুল, সাইফুউদ্দিন, এনাম, মোহাম্মদ খুরশেদ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিজয়ের মাসে চন্দনপুরা মহল্লা কমিটি এলাকার স্থায়ী বাসিন্দাদের তালিকা প্রণয়নের যে কার্যক্রম শুরু করেছে তা প্রশংসনীয়। এই তালিকা কার্যক্রমের মাধ্যমে স্থায়ী বাসিন্দাদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে তা অকল্পনীয়।












