চন্দনপুরা এমদাদ আলী প্রাথমিক বিদ্যালয়ে গল্প আহরণ প্রতিযোগিতার ৪র্থ অধিবেশন

| বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় নগরীর চন্দনপুরা এমদাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে গল্প আহরণ প্রতিযোগিতার ৪র্থ অধিবেশন গত ১৪ জুলাই অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক ইমা দাশের সহযোগিতায় প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের গোলাপ দল ও শাপলা দলে ভাগ করা হয়। এতে বিচারক ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খুজিস্তা আকতার। তিনি পত্রিকায় প্রকাশিত ‘গাছও গেল প্রাণও গেল’ গল্পটি শিক্ষার্থীদের পাঠ করে শোনান।

স্মৃতি থেকে বলার প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থী জান্নাতুল রীমা, মো. আশরাফুল ইসলাম, মো. শরীফুল ইসলাম, আরিফা আকতার সুখী, উম্মে হুমায়রা, আবিদা মেহেজাবীন, সিদরাতুল মাহি, ইমা আক্তার ও ওয়াপা আকতার। প্রতিযোগিতায় সিদরাতুল মাহি প্রথম হয়। দলগতভাবে গোলাপ দলকে বিজয়ী ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের এক সপ্তাহের মধ্যে গল্পটি লিখে শ্রেণিশিক্ষকের কাছে জমা দেওয়ার জন্য বলা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৯ জন শিক্ষার্থীকে মেধা অন্বেষণ উদ্যোগের আওতায় গল্পের প্যাকেট বিতরণ করা হয়। সঞ্চালনায় ছিলেন আহরণ উদ্যোক্তা শিক্ষক চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে
পরবর্তী নিবন্ধদরবারে জিলানী শরীফে কারবালা মাহফিল