চন্দনপুরায় সিপিডিএলের আরো একটি নতুন প্রকল্প

| রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

আবাসন নির্মাতা প্রতিষ্ঠান সিপিডিএল নগরীর চন্দনপুরা এলাকায় একটি নতুন প্রকল্প নির্মাণের উদ্যোগ নিয়েছে। গত ১১ মার্চ সিপিডিএল পরিবার ও ভূমি মালিক সৈয়দ মোহাম্মদ আবদুল কাইয়ুমের পরিবারের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। তাদের চন্দনপুরা এলাকার নবাব সিরাজউদ্দৌলা রোডস্থ প্লটের যৌথ উন্নয়নের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভূমি মালিকগণ সিপিডিএলের প্রতি তাদের আস্থা প্রকাশ করে গ্রাহক প্রিয়তার প্রশংসা করেন। সিপিডিএলের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন গুণগত মান বজায় রেখে সঠিক সময়ে প্রকল্প উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন। যথাযথ অনুমোদন ও পরিকল্পনা সাপেক্ষে আইকনিক এ প্রকল্পটি শীঘ্রই সাধারণের জন্য উন্মুক্ত করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় সাত বসতঘর পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে জেএমজি ফার্নিচার শোরুম উদ্বোধন