নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরা মসজিদের সামনে এক ব্যক্তিকে সিএনজি টেক্সিতে তুলে নিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১ মে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. জনি (৩৭), মো. শফিকুল ইসলাম (৩৬), আহম্মদ নূর (৩৩) ও মো. মাকসুদুর রহমান প্রকাশ টিপু (৩৫)।
পুলিশ জানায়, ৬ মার্চ ভুক্তভোগী রিয়াজ চকবাজার থানার সিরাজদৌল্লা রোডে চন্দনপুরা মসজিদের উত্তর পাশে পৌঁছলে একটি প্রাইভেট সিএনজি টেক্সিযোগে চারজন লোক এসে তাকে তুলে নেয় এবং তার কাছে থাকা নগদ ৫ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় রিয়াজ চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। এরপর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে প্রাইভেট সিএনজিটি শনাক্ত করা হয়। সিএনজি চালক ফারুককে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এদিকে ঘটনার মূল হোতা টিপুকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে জনি, শফিকুল ইসলাম ও আহমদ নূরকে গ্রেপ্তার করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের বলেন, ৬ মার্চ রিয়াজ নামের ওই ব্যক্তি নগদ টাকা নিয়ে রিকশাযোগে তার মুরাদপুর অফিসে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। ৮ মার্চ মামলা দায়েরের পর আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চারজনকে গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে আমরা ছিনতাইকৃত ৮০ হাজার টাকা উদ্ধার করেছি।