চন্দনপুরায় কলেজ ছাত্র মাসুদ হত্যা

২৪ বছর আগের মামলায় দুই আসামির যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ নভেম্বর, ২০২২ at ৬:৫৫ পূর্বাহ্ণ

নগরীর চন্দনপুরার আঠারো বছর বয়সী কলেজ ছাত্র মাসুদ চৌধুরী হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দুই আসামি হলেন, মো. রফিক ও আজিম উদ্দিন। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ
শরীফুল আলম ভূঞা ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আনীত অভিযোগ
সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দুই
আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে মো. রফিক কাঠগড়ায় হাজির থাকলেও পলাতক ছিলেন আজিম উদ্দিন। একই রায়ে অপর একজনকে খালাস দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আদালত সূত্র জানায়, ২৪ বছর আগে ১৯৯৮ সালের ১৬ নভেম্বর চন্দনপুরায় কলেজ ছাত্র মাসুদ চৌধুরীকে পূর্ব শত্রুতার জেরে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর চাচা হারুন চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা তদন্ত শেষে ১৯৯৯ সালের ৩০ অক্টোবর তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। এরই ধারাবাহিকতায় ২০০১ সালের ১৮ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইনে আবেদন ৮ ডিসেম্বর থেকে, ক্লাস শুরু ১ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধআয়াত হত্যার প্রতিবাদ সকল শিশু হত্যার বিচার চাই