চতুর সুদর্শন রাঙা হালতি

পাহাড়ে দেখা মিলল উপকূলীয় এই পাখির

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ২৮ আগস্ট, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

পাহাড়ে দেখা মিলেছে উপকূলীয় পাখি রাঙা হালতির। মেটেপা ঝিল্লি নামেও পরিচিত বাহারি রঙের এই পাখির দেখা মিলল পাহাড়ি জনপদ খাগড়াছড়ির লাগোয়া লংগদুতে। রাস্তার উপর জমে থাকা পানিতে গোসল করছিল। এরা অতি চতুর পাখি। বিপদ বুঝলে মুহূর্তেই হাওয়া হয়ে যায়।
রাঙা হালতি বা মেটেপা ঝিল্লি আকারে ছোট, অনেকটা মুরগির ছানার মতো। স্লেট রঙের পা থেকেই প্রজাতিটির নাম হয়েছে স্লেটি-লেগড্‌ ক্রেক। এরা লম্বায় ২৫ সেন্টিমিটার পর্যন্ত হয়। রাঙা হালতির দেহের উপরের অংশ লালচে, মুখ, গলা ও ঘাড় লালচে। পিঠ ও লেজ বাদামি। ঘন কালো পেট ও লেজের নিচে সাদা-কালো ডোরাকাটা। পা ও আঙুল কালচে হয়।
ভালোই উড়তে পারে, কিন্তু পারতপক্ষে ওড়ে না পাখিটি। সুদর্শন দুর্লভ এই পাখির বিচরণ জলাভূমিতে। এরা একা বা জোড়ায় বিচরণ করে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এদের প্রজননকাল। জলাশয়ের পাশেই এরা মাটি থেকে অন্তত ১ মিটার উঁচুতে বাসা বাঁধে। শিকারিদের উৎপাতে মেটেপা ঝিল্লিসহ বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে।
খাগড়াছড়ির বন্যপ্রাণী বিষয়ক শৌখিন আলোকচিত্রী সবুজ চাকমা বলেন, পাহাড়ের গ্রামীণ বনগুলোতে কিশোররা দল বেঁধে সনাতন পদ্ধতিতে পাখি, কাঠবিড়ালী, সাপ শিকার করে। এ ধরনের প্রবণতা অব্যাহত থাকলে বন্যপ্রাণী হুমকিতে পরবে।
খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ন কবির বলেন, কেউ যাতে বন্যপ্রাণী শিকার করতে না পারে সেজন্য বন বিভাগ সতর্ক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলামায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধনগরীতে ৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার