‘যুব ক্ষমতায়ন কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে’ প্রতিপাদ্যে এসডিজি ইয়ুথ ফোরাম’র উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব যুব দক্ষতা দিবস। নাসিরাবাদ হাউজিং সোসাইটি সংলগ্ন এসডিজি মিলনায়তনে এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি। বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি সমিতি, চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক এটিএম কামরুদ্দিন চৌধুরী তাহের, সঙ্গীতজ্ঞ শাহজাহান আলী, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সাঈদুল আরেফিন, বদরুল হাসান টিটু, ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি (এনআইটি)’র চেয়ারম্যান আহসান হাবিব, উন্নয়ন সংগঠক সোহেল আক্তার খান, নারী উদ্যোক্তা ফারহানা হক, লায়ন ইলিয়াছ সিরাজী, ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম বাপ্পি, মোহাজ্জাবাহ বিনতে বিল্লাহ, মো. খোকন, মোহাম্মদ ইয়াসির বিন তালেব, ইসমাইল হোসেন মেহেরাজ, ইবতিদ ইয়াছার জিনান, ব্যাংকার মোঃ নিজাম উদ্দিন, হাজী শহিদুল রহমান খোকন, নাঈমুল কালাম আতা, মুজিব উল্লাহ তূষার, জিয়াউল হক খন্দকার, আতিক সুজন, ইয়ুথ এনডিং হাঙ্গার‘র জেলা সমন্বয়কারি নওরীন তাসনিয়া খান, এমআরটি ক্লাবের সভাপতি রাইহান ইসমাইল, অন্তর চৌধুরী, শেখ আব্দুল্লাহ ইয়াছিন, উম্মে হাবীবা আইরিন, ফৌজুল আজিম, জামিল হোসেন, হারিছা খানম সুখী, রাকিব উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল প্রযুক্তি যুবসমাজের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই প্রযুক্তিগুলি শুধু কর্মসংস্থান সৃষ্টি করছে না, বরং ভবিষ্যৎ নেতৃত্বে প্রবৃদ্ধি এবং সমাজে নেতৃত্বের ভূমিকা পালন করার সুযোগও এনে দিচ্ছে। তারা আরও বলেন, আজকের যুব সমাজকে ডিজিটাল দক্ষতায় পরিপূর্ণ হতে হবে, কারণ এখনকার পৃথিবী প্রতিযোগিতামূলক এবং দ্রুত পরিবর্তনশীল।
চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা কাজে লাগাতে যুবদের আরও সজাগ, উদ্যমী ও প্রস্তুত থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।