চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উর্বর ক্ষেত্র

সেমিনারে অভিমত

| বুধবার , ৮ জুন, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির যৌথ উদ্যোগে গত ৫ জুন বিজ্ঞান অনুষদের ১নং গ্যালারিতে চবিতে চতুর্থ শিল্প বিপ্লব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।

স্বাগত বক্তব্য রাখেন চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। সেমিনারে সরকারের আইসিটি ডিভিশনের আমন্ত্রণে একটি বিশেষজ্ঞ দল রিসোর্স পার্সন হিসেবে পৃথক পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন। এতে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্র্তা-কর্মচারীবৃন্দ। সেমিনারের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ এবং ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী নুজহাত ইয়াছমিন নিহা।

প্রধান অতিথি সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, চতুর্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি উপযুক্ত উর্বর ক্ষেত্র। এখানে যথেষ্ট মেধাবী শিক্ষক-গবেষক ও শিক্ষার্থী রয়েছেন। তথ্য-প্রযুক্তির সম্প্রসারণের ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও একটি আইটি ইনকিউবিটর নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে তিনি উপস্থিত সকলকে অবহিত করেন।

তিনি আরও বলেন, বিশ্ব দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরও এগিয়ে যেতে হবে। উপাচার্য বলেন, বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং এর সুফল সাধারণ জনগণের কল্যাণে নিবেদিত করতে হলে প্রযুক্তিতে দক্ষ জনশক্তির বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসততার সাথে কাজ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বখাটে যুবককে এক মাসের কারাদণ্ড