চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের তৈরি করতে হবে

আইআইইউসির ইন্টারন্যাশনাল কনফারেন্স উদ্বোধন

| শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪২ পূর্বাহ্ণ

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুুল ইসলাম বলেছেন, আল্লাহ মানুষকে সৃজনশীল করেই সৃষ্টি করেছেন অনেকেই এই জন্মগত যোগ্যতাকে কাজে লাগায় না। হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মত এশিয়ার উন্নত দেশগুলোর তুলনায় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির সৃজনশীল কর্মে আমরা অনেক পিছিয়ে আছি। তিনি বলেন, বিশ্বের চলমানকালে পারস্পরিক সম্মিলন ছাড়া একা অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনা। শুধু অস্তিত্বের জন্য নয়, সমৃদ্ধির জন্য আদান-প্রদানের প্রয়োজন রয়েছে। বিশ্বায়নের সর্বোচ্চ সুবিধা অর্জনের জন্য এবং বিশেষ করে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের নিজেদের পুনঃপ্রশিক্ষিত হওয়া প্রয়োজন। গতকাল শুক্রবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আয়োজনে চারদিন ব্যাপী বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের তৃতীয় এবং আইআইইউসির চতুর্দশ ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ রফিকুুল ইসলাম এ অভিমত ব্যক্ত করেন। কুমিরায় আইআইইউসির নিজস্ব ক্যাম্পাসে মিলনায়তনে অনুষ্ঠিত ‘ইনোভেশন্স ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি-২০২২’ শীর্ষক চার দিনব্যাপী এই কনফারেন্সের উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনফারেন্সের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির চেয়ার প্রফেসর ড. এম কায়কোবাদ, আইআইইউসির উপ উপাচার্য প্রফেসর ড. মো. মাছরুরুল মাওলা, আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, আই ট্রিপল-ই বাংলাদেশ সেকশনের চেয়ার প্রফেসর ড. এম মশিউল হক এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স আয়োজন কমিটির সভাপতি প্রফেসর ড. দেলাওয়ার হোসেন ও কমিটির সদস্য সচিব তানভীর আহসান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শনিবার করোনা শনাক্ত ৪৬