ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যেগে অটোক্যাড প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান গত ৮ জুলাই আইইবি চট্টগ্রাম কেন্দ্রের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়।
আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে ও প্রকৌশলী খান মো. আমিনুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন ও ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম ও কোর্স প্রশিক্ষক প্রকৌশলী মো. আবদুন নাঈম বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বলেন, আধুনিক বিশ্বে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। তিনি আত্মনির্ভরশীলতা অর্জন ও দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন আধুনিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদেরকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতি বলেন, প্রত্যেকে প্রতিষ্ঠিত ও স্বাবলম্বি হতে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের পাশাপাশি বিভিন্ন পেশাদারি প্রশিক্ষণ গ্রহণ করা অত্যাবশ্যকীয়।
তিনি আরো বলেন, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে অটোক্যাড, ইটাবস, মাইক্রোসফট প্রজেক্ট ম্যানেজমেন্ট, স্টুডিও ম্যাঙ, পিএলসি, মাইক্রোকন্ট্রোলারসহ বিভিন্ন প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে। তিনি স্বল্প শিক্ষিত ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে অত্র কেন্দ্রে ইলেকট্রিশিয়ান, আর্ক অ্যান্ড ওয়েল্ডিং, প্ল্যাম্বার, এসি টেকনিশিয়ানসহ আত্মউন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে বলে জানান।
উপস্থিত ছিলেন আইটি সাপোর্ট ও ওয়েব সাইট উন্নয়ন উপ–কমিটি আহ্বায়ক প্রকৌশলী মো. মোস্তফা জামাল ও কমিটির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী জামাল হোসাইন। দুমাসব্যাপী অটোক্যাড প্রশিক্ষণ সপ্তাহে তিন দিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা হতে রাত ৯টা পর্যন্ত চলমান থাকে। উদ্বোধন শেষে অটোক্যাড প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি