চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় অধ্যয়নের বিকল্প নেই

এইচএসসির বিদায় সংবর্ধনায় এমপি মোতাহের | শনিবার , ২৯ জুন, ২০২৪ at ৪:৫৯ পূর্বাহ্ণ

হুলাইন ছালেহ্‌নূর ডিগ্রি কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গত ২৭ জুন অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ তৈয়বুর রহমানের সভাপতিত্বে ও অধ্যাপক সত্যানন্দ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।

প্রধান অতিথি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় অধ্যায়নের কোনো বিকল্প নেই। আজকের তরুণরাই একদিন সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিজ নিজ অবস্থান থেকে বিশ্ব জয় করবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় এদেশকে একটি সুখীসমৃদ্ধ উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তিকে সঠিক ব্যবহারের মাধ্যমে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য আব্দুল হাকিম, ত্রিদিব দত্ত, ডা. পঞ্চানন চক্রবর্তী, সমর সেন, অধ্যাপক উম্মে ফাতেমা, অধ্যাপক মুহাম্মদ জুনাইদ, অশোক কুমার চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতাঁতী লীগের উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধসরকারি টিলা কাটায় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা