চতুর্থ ধাপের ইউপি ভোট পিছিয়ে ২৬ ডিসেম্বর

| বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:২৩ পূর্বাহ্ণ

এইচএসসি পরীক্ষা থাকায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের ভোটের তারিখ তিন দিন পেছানো হয়েছে। ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর এ ভোট হবে বলে গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান। ঘোষিত তফসিল অনুযায়ী, দেশের ৮৪০ ইউপির ভোটের কথা ছিল ২৩ ডিসেম্বর। ওই দিন সকালে এইচএসসির ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র ও বিকেলে মাদ্রাসার আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা রয়েছে। খবর বিডিনিউজের।
অশোক কুমার বলেন, ভোটের দিন পরীক্ষাসূচির বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পেছানোর সুযোগ না থাকায় ভোটের তারিখ পেছানো হল। সব কিছু বিবেচনা করে চতুর্থ ধাপের ভোট ২৩ ডিসেম্বরের পরিবর্তে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তফসিলের অন্যান্য সময়সূচি ঠিক রয়েছে, শুধু ভোটের তারিখ পরিবর্তন করা হয়েছে।
তফসিল অনুযায়ী, এ ধাপে ২৫ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৩৩ ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট নেওয়া হবে; বাকিগুলোয় প্রচলিত ব্যালট পেপারে। এছাড়া পৌরসভার ভোটও ইভিএমে হবে।

পূর্ববর্তী নিবন্ধএবার অক্সিজেন জেনারেটর পাচ্ছে জেনারেল হাসপাতাল
পরবর্তী নিবন্ধশিমের নাম রূপবান