চতুর্থ দিন টিকা নিল দেড় লাখের বেশি

| বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:১৪ পূর্বাহ্ণ

সারাদেশে নতুন করোনাভাইরাসের গণ টিকাদান শুরুর চতুর্থ দিন ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন টিকা নিয়েছেন। গত মঙ্গলবার ১ লাখের বেশি মানুষ টিকা নিয়েছিল। গতকাল বুধবার তা ছাড়িয়ে গেল। এ নিয়ে গত চার দিনে সারাদেশে ৩ লাখ ৩৭ হাজার ৭৬৯ জন টিকা নিয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনে বিনামূল্যে প্রয়োগ গত রোববার থেকে সারাদেশে শুরু করেছে সরকার। প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলে টিকাদান। খবর বিডিনিউজের।
এ পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের ২৭৭ জনের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস (মেডিকেলে ইনফরমেশন সার্ভিসেস) জানিয়েছে। গতকাল ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতাল থেকে ১৯ হাজার ১১৫ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকরাও রয়েছেন।
ঢাকার ৪৭টি হাসপাতালের টিকা নেওয়ার যে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, তাতে দেখা গেছে, সবচেয়ে বেশি ১৮৩৭ জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিয়েছেন। বিভাগ ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৪০ হাজার ৯০৭ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া ময়মনসিংহে ৭৫৪৯ জন, চট্টগ্রামে ৩৭ হাজার ৪৫৮ জন, রাজশাহীতে ১৭ হাজার ৯৭১ জন, রংপুরে ১৪ হাজার ২২৪ জন, খুলনায় ১৭ হাজার ১১৫ জন, বরিশালে ৬১৪৭ জন এবং সিলেট বিভাগে ১৭ হাজার ৮০ জন টিকা নিয়েছেন।
নিবন্ধন করে ঢাকাসহ সারা দেশে ১০১৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। ঢাকায় ২০৪টি এবং ঢাকার বাইরে ২ হাজার ১৯৬টি স্বাস্থ্যকর্মীর দল এসব কেন্দ্রে টিকা প্রয়োগ করছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রতিটি দল দৈনিক ১৫০ জনকে টিকাদান করতে পারবে। সে হিসেবে দৈনিক তিন লাখের বেশি মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে স্বাস্থ্য বিভাগের।

পূর্ববর্তী নিবন্ধঅর্থলোভে রাজনীতি করলে টিকে থাকা যায় না : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধকমিটিতে যারা পদ পেলেন