চতুর্থ দফা অবরোধের প্রথমদিনে যান চলাচল ও জনজীবন স্বাভাবিক

কয়েক জায়গায় বিএনপির ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

চতুর্থ দফা অবরোধের প্রথমদিন গতকাল নগরের কয়েক জায়গায় ঝটিকা মিছিল করেছে বিএনপি। এছাড়া নগরের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধ চলাকালে দিনভর নগরে যান চলাচল ও জনজীবন ছিল স্বাভাবিক। মোড়গুলোতে ছিল তীব্র যানজট। চট্টগ্রামকক্সবাজার, চট্টগ্রামঢাকা মহাসড়কেও গণপরিবহনসহ ব্যক্তিগত যান, পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচল করতে দেখা গেছে। এছাড়া স্বাভাবিক ছিল ট্রেন চলাচল। এদিকে অবরোধকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নগর বিএনপির আরো ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির মহানগরের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী। তিনি বলেন, নগরও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। বিএনপি সর্বস্তরের জনগণকে নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল সমাবেশের মধ্য দিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে এবং কর্মসূচি সফল করছে।

এদিকে গতকাল সকালে এস কে খোদা তোতনের নেতৃত্বে নগরীর জাকির হোসেন রোড়ে খুলশী থানা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। তাছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান ও কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে শাহ আমানত ব্রিজ সংলগ্ন নেভাল রোডে কোতোয়ালী থানা বিএনপির বিক্ষোভ মিছিল হয়েছে। কাপ্তাই রাস্তার মাথা, কুলগাঁও বটতলী, টাইগার পাস আমবাগান, জামাল খান মোড়, পাহাড়তলী নয়াবাজার, চাঁন্দগাও সিএন্ডবি, পাঁচলাইশ হামজারবাগ, আগ্রাবাদ এঙেস রোড গাউছিয়া মোড়, পোর্ট কানেকটিং রোড, মুরাদপুর, প্রবর্তক মোড়, চান্দগাঁও এক কিলোমিটার সড়কে, পাহাড়তলী ডিটি রোড, খাতুনগঞ্জ ও আছাদগঞ্জ এলাকায় ঝটিকা মিছিল করে বিএনপি।

আটক ২০ :

গতকাল নতুন করে গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেনবায়েজিদ থানা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউছুপ, উত্তর পতেঙ্গা ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোহাম্মদ ইউছুপ, রামপুর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, জসিম উদ্দিন লেদু ও উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি নেতা মো. তাহের ও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন, চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন জুয়েল, মোহাম্মদ মিনহাজ, থানা যুবদল নেতা ইরফান ফরহাদ, ইমরান হোসেন সুজন, এনায়েত বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, বাগমনিরাম যুবদল নেতা সফিকুল ইসলাম, বকশিরহাট ওয়ার্ড যুবদল নেতা ওমর ফারুক রানা ও মো. মানিক, দক্ষিণ হালিশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলনেতা রবিউল হক সুমন, জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সাল উদ্দিন সাকিবকে ও উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদলের আহবায়ক কমিটির সদস্য আকতার হোসেন। এ তথ্য নিশ্চিত করেন নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আওয়ামী লীগের ৬ জনের মনোনয়ন প্রায় নিশ্চিত
পরবর্তী নিবন্ধঅনিন্দ্যের পরিবারে শুধু কান্না