চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কলেজসমূহে একাদশে ভর্তির চতুর্থ দফার আবেদনের ফলাফল আজ প্রকাশিত হবে। আজ রাত ৮টায় বোর্ডের ওয়েবসাইটে এই ফল ঘোষিত হবে। ৪র্থ পর্যায়ে আবেদনের শেষ দিন গত সোমবার রাত ৮টা পর্যন্ত ১১ হাজার ৯১৭ জন শিক্ষার্থী নতুন করে আবেদন করেছেন। তৃতীয় পর্যায়ের আবেদন শেষে গত ৫ অক্টোবরের মধ্যে চট্টগ্রাম বোর্ডের কলেজসমূহে ১ লাখ ৬ হাজার ৬৪৭ জন শিক্ষার্থী ভর্তি হন। ৩য় পর্যায়ের আবেদন করে কলেজ মনোনয়ন পেয়েছিল ১ লাখ ১৩ হাজার ৬০০ জন। এর মধ্যে কলেজ নিশ্চায়ন করেছিল ১ লাখ ১২ হাজার ১৮৯ জন। তবে ভর্তি হয়েছিল ১ লাখ ৬ হাজার ৬৪৭ জন। অনেকেই কলেজ নিশ্চায়ন করেও শেষ পর্যন্ত ভর্তি হননি। চতুর্থ দফায় আবেদন করেছেন।
আজ রাত ৮টায় ৪র্থ পর্যায়ের আবেদনকারীদের মধ্যে যারা কলেজ পাবেন তাদেরকে ৩৩৫ টাকা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে আগামীকাল এবং পরশু (১২ ও ১৩ অক্টোবর) রাত ৮টার মধ্যে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। ১৫ অক্টোবর কলেজে গিয়ে কলজের ফি প্রদান করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, ভর্তি নীতিমালা অনুষায়ী কোন শিক্ষার্থীকে ম্যানুয়ালি ভর্তি করা যাবে না।