চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চতুর্থ জয় তুলে নিয়েছে স্টেডিয়াম পাড়ার দল ফ্রেন্ডস ক্লাব। আগের ষষ্ঠ রাউন্ডে তৃতীয় জয় তুলে নিয়েছিল ফ্রেন্ডস ক্লাব। গতকাল সপ্তম রাউন্ডে আরো একটি জয় তুলে নিয়েছে দলটি। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফ্রেন্ডস ক্লাব ২ উইকোটে হারিয়েছে ইস্পাহানী স্পোর্টিং ক্লাবকে। এই জয়ের ফলে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে ফ্রেন্ডস ক্লাব। যদিও গতকাল সহজ ম্যাচটাকে কঠিন করে জিতেছে ফ্রেন্ডস ক্লাব। শেষ দিকে দ্রুত উইকেট হারানোর ফলে কঠিন করে ম্যাচটা জিততে হয়েছে ফ্রেন্ডস ক্লাবকে। এদিকে লিগের সাত ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে ইস্পাহানী স্পোর্টিং ক্লাব। ফলে তারা এখনো রয়েছে রেলিগেশন শংকায়।
গতকাল টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালই করেছিল ইস্পাহানী এস সি। দুই ওপেনার শাহ পরান এবং তাজওয়ার ৬০ রান যোগ করে। কিন্তু এজুটি ভাঙ্গার পর একরকম তাসের ঘরের মত ভেঙ্গে পড়তে থাকে তাদের ব্যাটিং লাইন। ১২ রান করা তাজওয়ার ফিরলে ভাঙ্গে ইস্পাহানীর উদ্বোধনী জুটি। এরপর ফ্রেন্ডস ক্লাবের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে পড়ে সুবিধা করতে পারেনি ইস্পাহানীর ব্যাটাররা। দলকে ৭৯ রানে পৌছে দিয়ে ফিরেন শাহ পরান। ফিরে আসার আগে তিনি করেন ৫৬ রান। এরপরের ব্যাটাররা কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফলে নির্ধারিত ৫০ ওভার খেললেও রান তুলতে পেরেছে মাত্র ১৭৮। দলের পক্ষে অন্যান্যের মধ্যে পিনাক ঘোষ ২১, সুদিপ্ত দেব ১২, সাইদুল ইসলাম ২১, শাখাওয়াত ১১, সাজ্জাদুর ২০ এবং হান্নান করেন ১১ রান। ফ্রেন্ডস ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন খোরশেদ, শাওন কাজি এবং উদয় ভুইয়া। ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৭ রানে প্রথম উইকেট হারায় ফ্রেন্ডস ক্লাব। ৩৮ রানে যেতে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ফ্রেন্ডস ক্লাব। চতুর্থ উইকেটে অছিউর এবং শাওন কাজি মিলে ৬৫ রান যোগ করে সে চাপ কাটিয়ে উঠার চেষ্টা করে । ৩০ রান করা শাওন কাজি ফিরলে আবার চাপে পড়ে ফ্রেন্ডস। দ্রুত আরো চারটি উইকেট হারায় তারা। তবে অছিউর দৃঢ়তার সাথে সে চাপ মোকাবেলা করে দলকে জেতাতে সহায়তা করে। দলের রান যখন ১৬৯ তখণ ফিরেন অছিউর। ফেরার আগে করেছেণ ১০৫ বলে ৬৮ রান। শেষ দিকে রোমেন এর ১৬ রানের সুবাধে ৪১.৩ ওভারে ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রেন্ডস ক্লাব। ইস্পাহানী স্পোর্টিং ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সুদিপ্ত এবং সাজ্জাদুর। আজ লিগের সপ্তম রাউন্ডের শেষ খেলায় মুখোমুখি হবে সিটি কর্পোরেশন একাদশ এবং আগ্রাবাদ নওজোয়ান। এবারের লিগে এখনো জয়ের মুখ দেখেনি সিটি কর্পোরেশন একাদশ। খেলাটি শুরু হবে সকাল নয়টায়।












