সেই ২০০০ সাল থেকে সিরিয়ার দায়িত্ব পালন করছেন তিনি। এবার চতুর্থ দফায় নির্বাচিত হলেন। তাও অবিশ্বাস্য ৯৫.১ শতাংশ ভোট পেয়ে দেশটির প্রেসিডেন্ট হলেন। বিবিসি বলছে, দেশটির পার্লামেন্টের স্পিকার নির্বাচনের ফল ঘোষণা করেছেন। তাতে দেখা যাচ্ছে, আসাদ ৯৫.১ শতাংশ ভোট পেয়েছেন। ভোট পড়েছে ৭৮.৬ শতাংশ। তার দুই প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ সালৌম আব্দুল্লাহ ও মাহমুদ আহমেদ মারি পেয়েছেন যথাক্রমে ১.৫ শতাংশ ও ৩.৩ শতাংশ ভোট। সিরিয়ার বিরোধী দলগুলো এটিকে প্রহসনের নির্বাচন বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে জানিয়েছে। তবে আসাদ পশ্চিমাদের কড়া সমালোচনা করে বলেছেন, পশ্চিমাদের মতামত কোনোভাবেই গ্রহণ করা হবে না। এখানে তাদের মতামত শূন্য হিসেবেই বিবেচনা করা হবে। ৫৫ বছর বয়সী বাশার আল আসাদ ২০০০ সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বাবা হাফিজ আল আসাদ প্রায় পঁচিশ বছর সিরিয়া শাসন করেছেন। বাবার পর দায়িত্ব নেন আসাদ। দেশজুড়ে লড়াইয়ের মধ্যে সিরিয়ায় সর্বশেষ নির্বাচন হয়েছিলো ২০১৪ সালে, সেই নির্বাচন বর্জন করেছিলো আসাদের বিরোধীরা।