ছিলাম যখন আমি ছোটবেলায়
মেতে থাকতাম ধুলায় –খেলায়,
ধান কাটা ন্যাড়া বিলের পাশে
চুলা বানাতাম আলপথ ঘেঁষে।
চড়ুইভাতি আয়োজন করতে
মিলেমিশে সাথীদের সাথে,
এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে
চাল, ডাল, সবজি নিতাম ভরে।
রান্নায় লেগে যেত হুড়োহুড়ি
পাশে ছোটদের দৌড়াদৌড়ি,
কলাপাতায় খেতাম চড়ুইভাতি
মাঠ জুড়ে ছিল সবার মাতামাতি।
সন্ধ্যা নামলে ঘরে যেতাম ফিরে
চড়ুইভাতির গপ্পো চলতো রাতজুড়ে,
মায়ায় বাঁধে শৈশবের সব স্মৃতি
যদি ফিরে পেতাম সময় ও সব সাথী।