চট্টল শার্দুল এম এ আজিজ ছিলেন দূরদর্শী রাজনীতিক

স্মরণসভায় বক্তাদের অভিমত

আজাদী ডেস্ক | বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ১০:১৭ পূর্বাহ্ণ

চট্টল শার্দুল এম এ আজিজের স্মরণসভায় বক্তারা বলেছেন, তিনি ছিলেন দূরদর্শী রাজনীতিক। ৬দফাকে ১দফায় পরিণত করার প্রত্যয়ে সব ধরনের প্রস্তুতি ও নির্দেশনা প্রদান করেছেন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে এম এ আজিজকে স্মরণ করে।
মহানগর আওয়ামী লীগ : এম এ আজিজের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হালিশহরস্থ মরহুমের বাড়ি সংলগ্ন কবর প্রাঙ্গণে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। সভাপতিত্ব করেন নঈম উদ্দীন চৌধুরী। চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় বক্তব্য দেন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সফর আলী, নোমান আল মাহমুদ, শফিকুল ইসলাম ফারুক, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ। সভার আগে এম এ আজিজের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উত্তর জেলা আওয়ামী লীগ : এম এ আজিজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উত্তর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দীন, আবুল কালাম আজাদ, মহিউদ্দীন বাবলু, আলাউদ্দীন সাবেরী, গোলাম রাব্বানী, রাশেদ খান মেনন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, এম এ আজিজ শুধুমাত্র একজন রাজনীতিবীদ ছিলেন না অনেক রাজনীতিবিদের জনক ছিলেন। আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে এম এ আজিজের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য দেন, আবুল কালাম চৌধুরী, প্রদীপ দাশ, শাহনেওয়াজ হায়দার শাহীন, চেয়ারম্যান নাসির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, এস এম বোরহান উদ্দিন প্রমুখ। পরে নেতৃবৃন্দ মরহুম এম এ আজিজের হালিশহরস্থ পারিবারিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান।
মহানগর যুবলীগ : এম এ আজিজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর যুবলীগের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মো. মহিউদ্দিন বাচ্চু, দেলোয়ার হোসেন খোকা, সাইফুল ইসলাম, মাহবুব আলম আজাদ, রেজাউল করিম কায়সার, আব্দুর রাজ্জাক দুলাল, মোজাম্মেল হোসেন নান্টু, আলমগীর আলম প্রমুখ।
জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ : এম এ আজিজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে নগরীর কদম মোবারক এতিমখানায় আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের কার্যকরী সভাপতি মোহাম্মদ জহির। এতে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কলামিস্ট ও প্রাবন্ধিক মো. আবদুর রহিম ‘এম এ আজিজ স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরী। আলোচনা করেন হাজী মো. সাহাবউদ্দিন, এ কে জাহেদ চৌধুরী, আলী আহমদ শাহীন, বোরহান উদ্দিন গিফারী সহ অন্যরা।

পূর্ববর্তী নিবন্ধসাধারণ সর্দি-জ্বরে হয়ত মিলতে পারে কোভিড থেকে সুরক্ষা
পরবর্তী নিবন্ধগ্রামীণ উন্নয়নের মধ্যেই দেশের উন্নয়ন নিহিত : তথ্যমন্ত্রী