ফিরিঙ্গিবাজার ৩৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর হাছান মুরাদ বিপ্লবের সাথে মতবিনিময় করেছেন চট্টল ইয়ুথ কয়ারের নেতৃবৃন্দ। কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিকের সভাপতিত্বে সুজিত দাশ অপুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অ্যাড. সাধন কুমার মজুমদার। এসময় উপস্থিত ছিলেন শিল্পী অচিন্ত্য কুমার দাশ, সুজিত চৌধুরী মিন্টু, কণ্ঠ শিল্পী সমীরন পাল, সংগঠক সজল দাশ, দীলিপ সেনগুপ্ত, রতন ঘোষ, বশির আহাম্মদ, এম. লোকনাথ হাকিম, বকতেয়ার চৌধুরী।