চট্টলা রানার্সের ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা কাল

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টলা রানার্স আয়োজিত ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার চতুর্থ আসর অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। এবারের দৌড় প্রতিযোগিতার নামকরন করা হয়েছে ‘স্যাম বন্ড সি আর ১০ কে ২০২৫’। নগরীর সিআরবি শিরীষ তলা থেকে সকাল ৬ টা ১০ মিনিটে শুরু হবে এই দৌড়। শেষ হবে সকাল ৭টা ৫৫ মিনিটে। দৌড় সম্পন্ন করার মোট সময় ১০০ মিনিট। দৌড় শেষে সকাল ৮টা ১৫ মিনিটে পুরষ্কার বিতরন করা হবে। শিরীষ তলা থেকে শুরু হয়ে টাইগার পাস, লালখান বাজার হয়ে আবার শিরীষ তলা ঘুরে মোট চার রাউন্ড দিতে হবে দৌড়বিদদের। প্রতিটি রাউন্ড আড়াই কিলোমিটার হিসেবে ধরা হয়েছে। এবারের দৌড় প্রতিযোগিতায় মোট ৭৬৭ জন প্রতিযোগী অংশ গ্রহন করছে যেখানে ৮১ জন নারী আর ৬৮৬ জন পুরুষ। এবারের দৌড় প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, কানাডা সহ মোট ১৪টি দেশের প্রতিযোগী অংশগ্রহন করছে। প্রতিযোগিতা ছয়টি বিভাগে অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। পাশাপাশি কয়েকটি বিভাগের বিজয়ীদের জন্য নগদ অর্থ পুরস্কারের ব্যবস্থা করা হবে। যে সব ক্যাটাগরীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সে সব ক্যাটাগরীর মধ্যে রয়েছে ১৪১৮ বছর বয়সী ছেলে এবং মেয়ে। উম্মুক্ত ক্যাটাগরী, সব বয়সী মহিলা গ্রুপ, ৪০৪৯ বছর বয়সী পুরুষ এবং মহিলা, ৫০৫৯ বছর বয়সী ইনস্পায়ার গ্রুপ। এছাড়া ৬০ উর্ধ্ব ক্যাটাগরী।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রামের প্রথম এভারেস্ট জয়ী ডা. বাবর আলী, স্যাম বন্ড এর বিজনেস অফিসার বিকাশ কান্তি দাশ, স্যাম বন্ড এর হেড অব সেলস এন্ড মার্কেটিং এ কে এম মাহমুদুল হাসান, এভারকেয়ার হাসপাতালের সিইও সামির সিং, কনফিডেন্স সিমেন্ট লিঃ এর সিএফও ইকবাল নেওয়াজ ইউসুফ এবং চট্টলা রানার্স এর প্রতিষ্ঠাতা নৃপেন চৌধুরী। এই দৌড় প্রতিযোগিতা উপলক্ষ্যে গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এই দৌড় প্রতিযোগিতার বিষয়ে বক্তব্য রাখেন চট্টগ্রামের প্রথম এভারেস্ট জয়ী ডা. বাবর আলী, স্যাম বন্ড এর বিজনেস অফিসার বিকাশ কান্তি দাশ, স্যাম বন্ড এর হেড অব সেলস এন্ড মার্কেটিং এ কে এম মাহমুদুল হাসান, দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, চট্টলা রানার্স এর প্রতিষ্ঠাতা নৃপেন রায়, সহ প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান মনি, উপদেষ্টা প্রদিপ দাশ, সনজয় বোস, চট্টলা রানার্স এর এডমিন সাইফুল মোহাম্মদ শ্রাবন, চট্টল রানার্স এর আনিন শাহরিয়ার, মো. জাবেদ হোসাইন, তানভীর হোসেন সিফাত, মোহাম্মদ আবু বক্কর, ইরফানুল ইফু এবং মাহিন। এই দৌড় প্রতিযোগিতায় ব্যবহার করা হবে সর্বোচ্চ প্রযুক্তি। যার মাধ্যমে প্রতিযোগীদের প্রতিটি মুভমেন্ট চেক করা সম্ভব হবে। অনুষ্ঠানে প্রতিযোগিতার মেডেল এবং জার্সি উম্মোচন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধফেরার বিষয়ে সিদ্ধান্ত নিতে তামিমকে সময় দিয়েছেন নির্বাচকরা
পরবর্তী নিবন্ধশ্রীলংকা সফরে প্রথম জয় অনূর্ধ্ব-১৯ নারী দলের