চট্টলার দুর্ভোগ

সামিমুন নাহার হুসনু | শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৯:০৫ পূর্বাহ্ণ

ভাসছে দেশ ভাসছে মানুষ ডুবছে শহর নগর জনপদ

তলিয়ে আছে ঘরনেই খাবার, পানিবন্দী মানুষ!

তিলোত্তমা চট্টলার ফ্লাইওভারের নীচে বইছে পানি;

বইছে নদী বইছে জোয়ার একই সমান্তরাল

অভূতপূর্ব দৃশ্য দেখে আমরা বিস্মিত, হতবাক

দুঃসহ যাতনায় নিমজ্জিত ছবি দেখে বিবেক স্তম্ভিত

প্রশ্ন জাগে মনে এ কি করে সম্ভব!

আমাদেরতো সবকিছুই এখন আছে

যুৎসই প্রযুক্তিআছেন প্রকৌশলী সমাজ সেবক

আছেন নগর পিতাপরিকল্পনাবিদ রাজনীতিবিদ

তবে আমরা কেন দুর্ভোগদুর্যোগের শিকার

এখনো পারিনা কি করতে এর সুষ্ঠু প্রতিকার!

আজ আমরা অসহায় হয়ে দেখছি

ডুবন্ত ঘর বাড়ি রাস্তা নগর জনপদ

চেয়ে আছি অসহায় মানুষের দিকে

পানিবন্ধী সীমাহীন কষ্ট অবর্ণনীয় যাতনা

ভাবছি কবে হবে তার অবসান

আজ সবাইকে জানাই আহবান

করতে দুর্ভোগের সমাধান।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা থেকে কবে মুক্তি পাবো?
পরবর্তী নিবন্ধনারীও উজাড় করে ভরিয়ে তুলতে জানে এই পৃথিবী