চট্টগ্রাম–৯ আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেছেন– অত্র এলাকায় অসংখ্য সনাতনী ধর্মাবলম্বীদের অস্থিত্ব বিদ্যমান রয়েছে। নির্বাচিত হলে তাঁদের জীবন, সম্পদ, সম্ভ্রম, মান–মর্যাদার সুরক্ষাসহ সর্বপ্রকার বৈষম্য দূর করা হবে। এছাড়া তাঁদের অধিকার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ সামপ্রদায়িক সমপ্রীতি অক্ষুন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করে আসন্ন নির্বাচনে তাঁকে চেয়ার মার্কায় ভোট দেয়ার জন্য উদাত্ত আহবান জানান।
গতকাল রোববার বিকেল ৪টায় চট্টগ্রাম–৯ আসনের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের সাথে ১৭নং ওয়ার্ডের ডিসি রোড এলাকার সনাতনী ধর্মাবলম্বীদের অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন। এ সময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ আনিসুর রহমান, মুহাম্মদ সুমন এবং হাসান ইমাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












