চট্টগ্রাম – ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মীর হেলালের নির্বাচনী গণসংযোগ শুরু

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:৫১ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম৫ হাটহাজারী বায়েজিদ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গতকাল বুধবার নগরীর শাহ আমানত (.)’র মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেন। মাজারে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে মাজার সংলগ্ন তার শ্বশুর ও মুরব্বিদের কবর জিয়ারত করেন।

সেখানে উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্যে মীর হেলাল বলেন, জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে গুমখুন, হামলামামলার ভয় উপেক্ষা করে ১৭ বছর হাটহাজারী ও বয়েজিদ এলাকার সর্বস্তরের জনগণ তথা চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সংগ্রাম করেছি। বিএনপিকে তৃণমূলের সুসংগঠিত করেছি তার প্রতিদান স্বরূপ দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘ধানের শীষ’কে আমার মাধ্যমে এলাকার জনগণের কাছে আমানত হিসাবে দিয়েছেন। নিশ্চয়ই হাটহাজারীবাসী ও বায়েজিদ এলাকার জনগণ এই আমানতকে সম্মান দেখিয়ে ‘ধানের শীষ’ কে সর্বোচ্চ ভোটে বিজয়ী করবেন। মীর হেলাল বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বিএনপি তার দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সে ষড়যন্ত্রে শেষ পেরেক ঠুকে দিয়েছে। তিনি অতীতে যেভাবে মহানগর উত্তর ও দক্ষিণ জেলার সকল নেতাকর্মী সমর্থকসহ চট্টগ্রামবাসী নৈতিক সমর্থন যুগিয়েছে তার মর্যাদা আমৃত্যু ধরে রাখার প্রতিশ্রুতি দেন। পরে তিনি সেখান থেকে হাটহাজারীস্থ লালিয়ার হাট এলাকায় জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম এমপির কবর জেয়ারত করেন এবং তাঁর বাড়িতে যান ও স্বজনের সাথে সাক্ষাৎ করে তাদের নিয়ে এলাকায় গণসংযোগ করেন।

তিনি হাটহাজারী পৌরসভা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দলীয় মনোনয়ন পেয়ে গতকাল বুধবার ঢাকা থেকে চট্টগ্রামে ফিরলে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে হাটহাজারী বায়েজিদ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচছা জানান।

এসময় হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, মহানগর বিএনপির যুগ্মআহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, আবদুল্লাহ আল হারুন, সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, ওহিদুল আলম, আবদুস শুক্কুর মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঅসুস্থ স্বজনকে দেখতে গিয়ে গাড়ি চাপা, নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধআমানত ও সততার প্রশ্নে আপসহীন থাকব : অধ্যক্ষ হেলালী