চট্টগ্রাম-১৫ আসনে নৌকার কান্ডারি হতে মনোনয়ন নিলেন ১৫ জন

কার হাতে উঠবে নৌকা

| বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৫:৪০ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন দলের ১৫ মনোনয়ন প্রত্যাশী।

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষদিন রাত বারোটা পর্যন্ত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২ বারের নির্বাচিত বর্তমান সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এ মোতালেব, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আ ম ম মিনহাজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাডভোকেট কামরুন নাহার, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মঈনুল ইসলাম মামুন, জসীম উদ্দিন চৌধুরী, আমান উল্লাহ জাহাঙ্গীর, এরশাদুল হক, সৈয়দ নাছির উদ্দীন, মো. অহীদ সিরাজ চৌধুরী ও হাজী দেলোয়ার হোসেন।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) রাত বারোটা পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির সময়সীমা নির্ধারণ করা ছিলো।

দলের কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, এই সময়ের মধ্যে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১৫ জন।

সাতকানিয়ার ১৭ ইউনিয়নের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং লোহাগাড়ার ৯টি ইউনিয়ন সহ সর্বমোট ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) সংসদীয় আসনে ১৫ মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের মনোনয়ন চাইলেও আলোচনায় থাকা হেভিওয়েট প্রার্থীরা হলেন বর্তমান সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, আমিনুল ইসলাম আমিন, এম এ মোতালেব, মাঈনুদ্দিন হাসান চৌধুরী, আ ম ম মিনহাজুর রহমান।

কার হাতে নৌকার মনোনয়ন উঠবে এটা নিয়ে জনমনে প্রশ্ন থাকলেও আমিনুল ইসলাম আমিন, এম এ মোতালেব এবং বর্তমান সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপির সমর্থকরা সোস্যাল মিডিয়ায় নিজেদের নেতার মনোনয়ন পাওয়া শতভাগ নিশ্চিত বলে পোস্ট দিচ্ছেন। পাশাপাশি একে অন্যকে খোঁচা দিয়ে পোস্ট দিতেও দেখা গেছে। তবে সবকিছু ছাপিয়ে দলীয় প্রধান যার হাতেই মনোনয়ন তুলে দিবেন তিনিই হবেন এই আসনের নৌকার কান্ডারি।

পূর্ববর্তী নিবন্ধছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা, আহত ২
পরবর্তী নিবন্ধনাশকতার প্রস্তুতিকালে চন্দনাইশে জামায়াত-শিবিরের ৪ কর্মী গ্রেফতার