আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী অপরাধ, নির্বাচনী আচরণবিধি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বাধাগ্রস্ত বা ব্যাহত করে এমন ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত বিষয়সমূহ অনুসন্ধান করে নির্বাচন কমিশনের নিকট প্রতিবেদন দাখিলের লক্ষ্যে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া-আংশিক) ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটিতে দুই বিচারককে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারিকৃত একটি প্রজ্ঞাপন থেকে (স্মারক নং-১০০০০০০০.১২৭.৯৯.০০৩.২৩.৮০৮) এর অনুকূলে এই তথ্য জানা গেছে।
দায়িত্বপ্রাপ্ত বিচারকরা হলেন, সাতকানিয়া চৌকি আদালতের বিচারক সিনিয়র সহকারী জজ শরিফুল হক এবং চট্টগ্রাম ১ম সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক শাহনেওয়াজ মনির।
সিনিয়র সহকারী জজ শরিফুল হক’কে চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ উপজেলার সকল ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সাতকানিয়া আংশিক এর ৬ ইউনিয়ন (কেঁওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর, পুরানগড় ও খাগরিয়া) দায়িত্ব দেওয়া হয়েছে।
চট্টগ্রাম ১ম সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক শাহনেওয়াজ মনির’কে চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়ার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভা এবং লোহাগাড়া উপজেলার সকল ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
জারিকৃত প্রজ্ঞাপন থেকে জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জনপ্রতিনিধিত্ব আদেশের প্রদত্ত ক্ষমতা বলে আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে জারিকৃত পত্রের পরিপ্রেক্ষিতে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী অপরাধ, নির্বাচনী আচরণবিধি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বাধাগ্রস্ত বা ব্যাহত করে এমন ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত বিষয়সমূহ অনুসন্ধান পূর্বক নির্বাচন কমিশনের নিকট প্রতিবেদন দাখিলের লক্ষ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করা হয়।