চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদকে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম। গতকাল শুক্রবার রাতে এ নোটিশ প্রদান করা হয় এবং নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে লিখিত জবাব দেয়ার নির্দেশ দেওয়া হয়।
কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দীন আহমেদ উপজেলার খাগরিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভা ও ঈদে মিলাদুন্নবী মাহফিলে নির্বাচনী প্রচারণামূলক বক্তব্যে ব্যক্তিগত উদ্যোগে ভাঙা ব্রিজ মেরামতসহ উন্নয়ন কাজ করার ঘোষণা প্রদান করেন।
উক্ত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। ভাঙা ব্রিজ মেরামতসহ এলাকার উন্নয়নমূলক কার্যক্রমের প্রতিশ্রুতি নির্বাচনী আচরণ বিধির স্পষ্ট লঙ্ঘন হয়েছে। নির্বাচনী আচরণ বিধি বহির্ভূত কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন প্রচলিত আইন ও নির্বাচনী বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে লিখিত জবাব দেয়ার আদেশ প্রদান করা হল।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম জানান, আচরণ বিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থী জসীম উদ্দীন আহমেদকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে লিখিত জবাব দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।










