চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী শাহজাহান

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৭:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোমবাতি প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সৈয়দ মুহাম্মদ শাহজাহান।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তারের কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এসময় সৈয়দ মুহাম্মদ শাহজাহান বলেন, ‘সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্টিত হলে আশা করছি আমি জয়লাভ করবো। নির্বাচিত হলে আনোয়ারা-কর্ণফুলীর সমস্যাসূমহ দূরীকরণে কাজ করবো। তাই, আমি এ আসনে ভোটারদের সমর্থন আশা করছি।’

এসময় ডি আই এম জাহাঙ্গীর আলম, মাওলানা মুসা, ইদ্রিস কাদেরী, এড. ফরিদুল ইসলাম, মাওলানা ফয়সাল এস. এম. সিরাজুল মুনির, মাওলানা সোলাইমান আনসারী এবং আ. ন. ম নাছির উপস্থিত ছিলেন।

নির্বাচনে সংশোধিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।

পূর্ববর্তী নিবন্ধখাজা মইনুদ্দিন চিশতীর (রহ.) ওরশ উপলক্ষে ফাতেহা ও মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় আবাদি জমি মাটি ব্যবহার ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ২ ভাটা মালিককে জরিমানা