কর্ণফুলীর শিকলবাহার ক্রসিং মোড়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সম্প্রতি আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৩ (কর্ণফুলী–আনোয়ারা) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে আল্লামা রেজাউল কাওসারের নাম ঘোষণা করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ, আল্লামা হাফেজ ইলিয়াস শাহসহ কর্ণফুলী ও আনোয়ারার প্রতিনিধি।
এতে বক্তারা বলেন, সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি ও সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা–স্বাধীনতা–অধিকার ভিত্তিক মানবতার রাষ্ট্র এবং মানবিক সাম্য ও প্রতিটি মানুষের জন্মগত বিশ্বনাগরিকত্ব ভিত্তিক মানবতার দুনিয়া ছাড়া মানবজীবন রুদ্ধ ও পরাধীন এবং মিথ্যা অবিচার স্বৈরদস্যুতার শিকার হয়ে যায়। তাই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে আল্লামা রেজাউল কাওসার এই আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন। স্থানীয় জনগণের অধিকার রক্ষায় আপেল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি।












