চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৮৬৪ জন।
তার মধ্যে ভোট প্রদানের হার ৫৫.২৮%। এ আসনে ঘোষিত বেসরকারি ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নৌকা প্রতীকে ১ লাখ ৮৭ হাজার ৯শত ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
নিয়মানুযায়ী জামানত বাঁচাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রদত্ত ভোটের ১/৮ ভোট পেতে হবে। কিন্তু ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সাথে নির্বাচনে অংশ নেওয়া ৬ প্রার্থীর মধ্যে কেউ প্রদত্ত ভোটের ১/৮ ভাগ উত্তরণ করতে পারেনি। তাই ৬ প্রার্থীকেই জামানত হারাতে হবে।
জামানত হারানো প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির (লাঙ্গল) আবদুর রব চৌধুরী টিপু, তিনি পেয়েছেন ৩,৩০৬ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার) সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন পেয়েছেন ১, হাজার ৬শত ৬৮ ভোট, তৃণমূল বিএনপির (সোনালি আঁশ) মকবুল আহম্মদ চৌধুরী সাদাদ পেয়েছেন ৮৩৭ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) মোহাম্মদ মঈন উদ্দীন পেয়েছেন ৬১৩ ভোট আর বাংলাদেশ আন্দোলন মৌলবি রশিদুল হক বটগাছ পেয়েছেন ৫৫১ ভোট।
এ ব্যাপারে জানতে চাইলে, আনোারা নির্বাচন কর্মকর্তা ৬ প্রার্থীর মধ্যে কেউ প্রদত্ত ভোটের ১ /৮ অংশ ভোট পাইনি, তাই নিয়ম অনুযায়ী তাদের জামানত হারাতে হবে বলে জানান তিনি।