চট্টগ্রাম-১২ আসনে বিএনএম প্রার্থী এয়াকুবের ভোট বর্জন

| রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ৬:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ভোট বর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মনোনীত প্রার্থী এম এয়াকুব আলী।

রোববার বিকেল ৩ টার দিকে সংবাদ সম্মেলন করে কেন্দ্র দখল ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে ভোটগ্রহণ শেষের আগ মুহূর্তে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

এসময় নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়া, প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ তুলেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের আশ্বাসে আমি এই নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এই যে আজ নির্বাচন চলাকালীন সকাল থেকে আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে নৌকার সমর্থকরা প্রশাসনের সহযোগিতায় প্রকাশ্যে সিল মেরে নৌকা প্রতীকে ব্যালট ভর্তি করা হয়।’

প্রশাসনের কোনো সহযোগিতা না পেয়ে নির্বাচন বর্জন করছেন জানিয়ে তিনি বলেন, ‘প্রশাসনের কোনো ধরনের সহযোগীতা না পেয়ে আমি এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম। এমতাবস্থায় আমি নির্বাচন কমিশনের কাছে পুননির্বাচনের দাবি জানাই।’

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজের প্রার্থীতা বাতিল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড আসনে ভোট বর্জন করেছেন জাপার প্রার্থী দিদারুল কবির