চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের কর্মী-সর্মথকরা আজ শনিবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর ৩৬নং ওয়ার্ডের ফকির হাট বাজার, কালীবাড়ী এলাকায়, বারেক বিল্ডিং গোসাইডাঙ্গা নিমতলাসহ উক্ত ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও গলিতে গণসংযোগ করেন।
গণসংযোগকালে জাতীয় পার্টি নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে উন্নয়ন হবে, মানুষের কল্যাণ হবে, শান্তি ফিরে আসবে। শিল্প-বাণিজ্য বান্ধব পরিবেশ ফিরে আসবে। হিম্দু সম্প্রদায়ের পবিত্র দিন শ্রী শ্রী জন্মাষ্টমীর দিন ছুটি ঘোষণা করেছে। হিন্দু সম্প্রদায়ের শত্রু সম্পত্তি আইন জাতীয় পার্টি রোহিত করেছিল। হিন্দু কল্যাণ ট্রাস্ট জাতীয় পার্টি গ্রহণ করেছিল। মসজিদ মন্দির গির্জায় বিদ্যুৎ দিল পানির বিল জাতীয় পার্টির মওকুফ করেছিল। জাতীয় পার্টি স্বাধীনতার স্বপক্ষের শক্তি। এই কঠিন মুহূর্তে ৭১’এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষার দায়িত্ব জাতীয় পার্টির। তাই আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে আপনার মূল্যবান ভোট দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রক্ষার দায়িত্বে জাতীয় পার্টি চেয়ারম্যান জি,এম কাদেরকে শক্তিশালী করুন।
জাতীয় পার্টির নয় বছরের শাসন ইতিহাসের স্বর্ণযুগ। এই লাঙ্গল প্রতীক এ দেশে উন্নয়ন উৎপাদনের রাজনীতির মডেল ছিল। এই লাঙ্গল প্রতীক রাষ্ট্রধর্ম ইসলাম দিয়েছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার দিয়েছে।
গনসংযোগে অংশগ্রহণ করেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরীর যুগ্ন আহবায়ক নাছির উদ্দীন ছিদ্দিকী, আবছার উদ্দিন রনি, উত্তর জেলা সদস্য সচিব, এম শফিউল আজম চৌধুরী লিটন, জাপা নেতা জহুর উদ্দিন, জসীম উদ্দিন, অবদুর রহিম, কায়সার হামিদ মুন্না, ইন্জিনিয়ার নাসির উদ্দিন রনি, ছাত্র সমাজ শরিফুল সাইফুদ্দিন, মোহাম্মদ শাহজাহান মোল্লা নিরব, আশরাফ চৌধুরী, মো: সৈকত, তাছির হোসাইন প্রমুখ।












