চট্টগ্রাম–১১ (বন্দর, পতেঙ্গা, ডবলমুরিং, ইপিজেড ও সদরঘাট) আসন এলাকায় বিদ্যমান সকল প্রকার নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) চিঠি দিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন। গত বৃহষ্পতিবার চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর দেয়া চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা হওয়ায় উক্ত নির্বাচনের সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনি ক্যাম্প থাকলে তা সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থী বা ব্যক্তিগণকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে বা দায়িত্বে অপসারণ করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।
চিঠিতে তিনি চট্টগ্রাম–১১ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, ইেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনি ক্যাম্প থাকলে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।












