চট্টগ্রাম–১১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী শফিউল আলম গতকাল বুধবার চট্টগ্রাম মহানগরীর ২৮ নং পাঠানটুলী ওয়ার্ডের বাদামতলী, কাপুড়িয়া পাড়া, নাজির পাড়া, দপতরী পাড়া ও মগপুকুর পাড় এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে শফিউল আলম স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা, নাগরিক দুর্ভোগ ও উন্নয়ন সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।
তিনি বলেন, চট্টগ্রাম–১১ আসনকে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজমুক্ত করে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
গণসংযোগ কার্যক্রমে ২৮ নং ওয়ার্ড আমীর কবির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












