বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম–১১ আসনে ধানের শীষের প্রার্থী করায় চট্টগ্রামের বন্দর এলাকায় বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন মহানগর শ্রমিক দলের নেতা ইয়াছিন। এতে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বন্দর থানা যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মিছিলটি চট্টগ্রাম শহরের নিমতলা মোড় থেকে শুরু হয়ে দুই নম্বর জেটি গেট, বিশ্বরোড় মোড়, নিমতলা খালপাড় হয়ে পুনরায় নিমতলা মোড়ে এসে শেষ হয়।এ সময় বক্তারা আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। প্রেস বিজ্ঞপ্তি।












