চট্টগ্রাম–১০ সংসদীয় আসন ও তৎসংলগ্ন এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাঈদ আল নোমান।
তিনি বলেন, চট্টগ্রাম–১০ একটি জনবহুল এলাকা হলেও এখানে মানসম্মত ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এখনও পর্যাপ্ত নয়। সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দূরে যেতে হয়, যা সময় ও অর্থ–দুটোরই অপচয় ঘটায়। নির্বাচিত হলে আমি অগ্রাধিকার ভিত্তিতে এই এলাকায় একটি আধুনিক, পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবো। তিনি আরও বলেন, আমার রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের অধিকার। চট্টগ্রাম–১০ এর মানুষ যেন নিজ এলাকায় মানসম্মত চিকিৎসা পায়–সেটিই আমার অঙ্গীকার। প্রেস বিজ্ঞপ্তি












