চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আ. লীগ প্রার্থীকে ১৪ দলের সমর্থন

দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দাঁড়ান : সুজন

| রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

নির্বাচনকে কেন্দ্র করে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন।

গতকাল শনিবার সন্ধ্যায় ১৪ দল চট্টগ্রাম মহানগর সমন্বয়ক খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে তাঁর উত্তর কাট্টলীস্থ বাসভবনে এক সভায় উপরোক্ত মত প্রকাশ করেন সুজন। সভায় ১৪ দল নেতৃবৃন্দ চট্টগ্রাম১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর প্রতি সমর্থন জ্ঞাপন করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি এডভোকেট আবু হানিফ, ন্যাপের কেন্দ্রীয় সহ সভাপতি গাজী আলমগীর, ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শরীফ চৌহান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সদস্য মিটুল দাশগুপ্ত, ন্যাপ মহানগর কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ মজুমদার, গণআজাদী লীগ চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক মাওলানা নজরুল ইসলাম আশরাফী, সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলম, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক ডা. বেলাল মৃধা, সাম্যবাদী দলের আহবায়ক অমূল্য বড়ুয়া, বাংলাদেশ তরীকত ফেডারেশন চট্টগ্রাম মহানগর আহবায়ক কাজী আহসানুল মোর্শেদ কাদেরী, ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা সদস্য দিদারুল আলম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধবাহোপ চট্টগ্রাম জেলা শাখার ঈদ পুনর্মিলনী