চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

| রবিবার , ২০ নভেম্বর, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের আসন্ন ২১ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে গত শুক্রবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে ৪র্থ বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি মো. সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম উপ-পরিচালক মো. হাসান আসকর, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পণ্য পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কমিটি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহম্মদ, চট্টগ্রাম শ্রম আদালত সদস্য মো. আবু আহম্মেদ মিয়া, চট্টগ্রাম অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ইয়াছিন আরাফাত বিটু, চট্টগ্রাম প্রাইমমুভার শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাঈনুউদ্দিন।

সাধারণ সভায় উপস্থিত সদসদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আবু আহম্মেদ মিয়াকে প্রধান নির্বাচন কমিশনার ও মো. রুহুল আমিন, মো. জিয়াউদ্দিন রানাকে সহকারী নির্বাচন কমিশনার করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন মো. শাহ আলম ফিরোজী, মো. আবু ফয়েজ, জসিম উদ্দিন, মো. কাজল ইসলাম, দেলোয়ার হোসেন, এম.এ হাকিম, মো. আলমগীর হোসেন, মো. জসিম উদ্দিন, মো. অলী উদ্দিন, মো. আমির হোসেন, মো. তৌহিদুল আলম, মো. কাউছার, মো. আলমগীর হোসেন, হেলাল উদ্দিন, মো. ফজলুল হক, মো. নজরুল ইসলাম, মো. আবুল হোসেন বাচ্চু, মো. আব্দুল হাই মিলন, মো. বাচ্চু মিয়া, মো. নাজিম উদ্দিন মজুমদার, মো. সোলাইমান সুমন, মো. খাইরুল ইসলাম, মো. কামরুজ্জমান বাবুল, মো. রিংকু, মো. ইমাম হোসেন, মো. আইয়ুব আলী সোহাগ, মো. শফি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিরপরাধ ব্যক্তিকে চার্জশিটভুক্ত করবেন না
পরবর্তী নিবন্ধআল্লামা ফজলুল্লাহ ছিলেন ক্ষণজন্মা মহাপুরুষ